দর্পণ ডেস্ক : মানুষ-মুখো এক মাছের দেখা মিলেছে চীনের এক লেকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই হইচই পড়ে গিয়েছে। সকলেই ওই মুখোর মধ্যে নানা পরিচিতজনের ছায়া দেখতে পাচ্ছেন। আসলে সত্যই মাছটির মুখ অনেকটাই মানুষের মতো।
জানা গেছে, ভিডিওটি তুলেছেন দক্ষিণ চীনের এক বাসিন্দা। কানমিং শহরের একটি লেকে মাছটি দেখেন তিনি। কালবিলম্ব না করে ভিডিও করে নেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তার পর থেকেই কমেন্টের বন্যা।
অমুক বা তমুকের মতো দেখতে বলে যেমন অনেকে কমেন্ট করেছেন তেমনই এটিকে রূপকথার মাছ বলে উল্লেখ করেছেন অনেকে। কেউ কেউ আবার হ্যারি পটার কাহিনীর ভিলেন ভল্ডমর্ট বলেছেন মাছটিকে।