দর্পণ ডেস্ক : ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়কের ৭২তম কিলোমিটারে নির্মিত বানার সেতুর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ১৬ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় সেতুটির শুভ উদ্বোধন করেন। মহাসড়ক অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নতি সাধন ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ময়মনসিংহ জেলার গফরগাঁও হতে ঢাকা যাতায়াতের গুরুত্বপূর্ণ মহাসড়কটি বানার নদী দ্বারা বিছিন্ন ছিলো। নদীটি ২৫০ মিটার প্রশস্ত হওয়ায় সওজ ফেরি চলাচলে দীর্ঘ সময় ও প্রতিকূল আবহাওয়ার সময় বন্ধ থাকতো। ফলে জনগণের দুর্দশা লাঘবের লক্ষ্যে গত ৩১ মার্চ ২০১১ সালে ময়মনসিংহ সফরকালে বানার নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন এবং ২ নভেম্বর ২০১৮ ময়মনসিংহে আবার সফরকালে তিনি সেতু নির্মাণ কাজের ভিওিপ্রস্তর স্থাপন করেন। ময়মনসিংহ সড়ক বিভাগাধীন ময়মনসিংহ-গফরগাঁও-টোক (জেড-৩০৩৩) সড়কের ৭২তম কিলোমিটারে বানার নদীর ওপর ৩২৯০.৮০ লাখ টাকা ব্যয়ে ২৮২.৫৫৮ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের ফলে সড়ক যোগাযোগ সহজ ও সময় এবং ব্যয় সাশ্রয়ী হওয়ায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজ রহমান এনডিসি, ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ সদস্য মনীরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান ও ময়মনসিংহ বিভাগের এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সড়ক ও জনপদ অধিদপ্তর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।