দর্পণ ডেস্ক : লক্ষ্মীপুর শহরকে জানজট মুক্ত করতে ইজিবাইক (অটোরিক্সা) বন্ধ রাখতে প্রচারণা চালিয়ে ট্রাফিক বিভাগ। মঙ্গলবার ১৫ অক্টোবর দুপুরে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মামুন আল আমিন এ প্রচারণা চালান। এ সময় লক্ষ্মীপুর শহরকে যাটজট মুক্ত করতে অটোরিক্সা বন্ধের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
জানা গেছে, লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে চকবাজার, নুরুল ইসলাম চত্বর এবং পোষ্ট অফিসের সামনে থেকে দক্ষিণ তেমুহনী এলাকা পর্যন্ত যাটজট নিরসন ও জনগের ভোগান্তি কমাতে সকল প্রকার ইজিবাইক (অটোরিক্সা) বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগ এ প্রচারণা করে তা বাস্তবায়ন করছেন।
উল্লেখ্য, রোববার ১৩ অক্টোবর দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত করতে সকলের সম্মতিক্রমে অটোরিক্সা বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।