গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিষপানে তহমিনা (২২) নামের
এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মংগলবার (১৫অক্টোবর) ভোর ৫ টার দিকে উপজেলার
বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, তহমিনা এক সপ্তাহ আগে পারিবারিক বিষয় নিয়ে
মনোমালিন্যের কারনে ঘরে থাকা বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকার
একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর পর বাড়ীতে নিয়ে এলে তার মৃত্যু হয়।
সে ওই গ্রামের রুবেল হাওলাদারের স্ত্রী।

এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে বলে কলাপাড়া থানার পুলিশ
উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানিয়েছেন।