স্টাফ রিপোর্টার : জাতীয় দৈনিক “দর্পণ প্রতিদিন” পত্রিকার সম্পাদক মোঃ সাজেদুর রহমান চৌধুরী ও তার পরিবারকে কথিত ইসলামী মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ লেখার কারণে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী। গত ৮ অক্টোবর ২০১৯ রোজ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭টায় সম্পাদকের ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ঢাকার বাসায় মিথ্যা পরিচয়ে প্রবেশ করে তার স্ত্রী মোছা: সাথী খাতুনকে এসব হুমকি দেয়। সে সময় মোঃ সাজেদুর রহমান বাসায় ছিলেন না।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ইসলামী মৌলবাদী সংগঠন ও তাদের কার্যক্রমের বিরুদ্ধে বাংলা জাতীয় দৈনিক “দর্পণ প্রতিদিন” পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর থেকেই পত্রিকা অফিসের টিএন্ডটি ল্যান্ড ফোন নম্বরে ফোন করে বিভিন্ন সময়ে অজ্ঞাত পরিচয়ের লোকজন উক্ত সংবাদ কেন লিখেছে সেজন্য খারাপ ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর ২০১৯ মিথ্যা পরিচয়ে পত্রিকার সম্পাদকের বাসায় অজ্ঞাতনামা ৪/৫ জন মুসলিম মৌলবাদী সন্ত্রাসী প্রবেশ করে হত্যার হুমকি দিয়ে সম্পাদকের স্ত্রী মোছা: সাথী খাতুনকে বলে যে, “আপনার স্বামীকে সাবধানে সাংবাদিকতা করতে বলবেন, যদি এর পরেও হুজুরদের বিরুদ্ধে এ ধরনের সংবাদ প্রকাশ বা লেখালেখি করে তাহলে আপনার স্বামীকে, আপনাকে ও আপনার মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দেব।” এর পরিপ্রেক্ষিতে মোঃ সাজেদুর রহমান চৌধুরী গত ৯/১০/২০১৯ইং তারিখে গেন্ডারিয়া থানায় একটি জিডি করেন। জিডি নং- ৩৯৮। বর্তমানে সম্পাদক তার পরিবার নিয়ে এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।