দর্পণ ডেস্ক : সোমবার গুজরাটের বানসকণ্ঠ জেলা শহরের ত্রিশুলিয়া ঘাটের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নিহতদের মধ্যে চার শিশু, তিনজন নারী ও ১৪ জন পুরুষ রয়েছেন। আহতদের স্থানীয় দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এ কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের দান্তা ও পালনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলাপ্রশাসক সন্দীপ সাগলে। তিনি বলেন, আহতদের চিকিৎসা ও মরদেহ ময়নাতদন্তের জন্য দুটি হাসপাতালেই আমরা আরো চিকিৎসক পাঠিয়েছি।

সন্দীপ সাগলে জানান, নিহত সব যাত্রী একই এলাকার বাসিন্দা ছিলেন। আম্বাজী মন্দির থেকে ফিরছিলেন তারা।

এ ঘটনায় শোকপ্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল এক টুইটবার্তায় বলেছেন, বনসকণ্ঠের খবর মর্মান্তিক। এ দুর্ঘটনায় নিহতদের জন্য আমি ব্যথিত। এ শোকাবহ সময়ে নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। স্থানীয় প্রশাসন আহত ব্যক্তিদের পাশে থেকে সব ধরনের সহায়তা দিচ্ছে। আশা করি, তাঁরা শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে বলেছেন, গুজরাটের বনসকণ্ঠের দুর্ঘটনায় আমি অনেক শোকাহত। আমি রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগী মানুষদের পাশে থাকার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আশা করি, আহতরা সুস্থ হয়ে ফিরবেন।এ ঘটনায় আমি মর্মাহত।