গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন দলীয়
নেতা-কর্মীদের উৎসবমুখর পরিবেশে অংশগ্রহনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে মূল দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশ গ্রহনে জেলা শহর
সহ কলাপাড়া, গলাচিপা, বাউফল, দশমিনা, মির্জাগঞ্জ, দুমকী, রাঙ্গাবালী
উপজেলা শহরে বর্নাাঢ্য র‌্যালী বের করা হয়। এতে দলের স্থানীয় সংসদ সদস্য
উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়রগন অংশ গ্রহন করেন।
পরে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়
প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন উৎসবের।

এদিকে জেলার কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, বিশেষ দোয়া মোনাজাত
ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা
হয়েছে। শনিবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের
উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালীতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান
মহিব। র‌্যালীসহ অনুষ্ঠানমালায় উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান,
কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার মূলদল ও সহযোগী সংগঠনের
হাজারো নেতাকর্মী অংশ নেয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনকে ঘিরে
কলাপাড়ায় আজ বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।