দর্পণ ডেস্ক : চীনের চাংচুং-শেনজেন মহাসড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৬ জন।

শনিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের

জিয়াংসু প্রদেশের ইশিং শহরের পুলিশ জানিয়েছে, বাসের সামনের একটি চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার ডিভাইডার ভেঙে বিপরীত দিকের লেইনে ঢুকে পড়লে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত ৩৬ জনের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ওই বাসে মোট ৬৯ জন এবং ট্রাকে তিনজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর প্রায় আট ঘণ্টা চাংচুন-শেনজেং মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।