গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দেশীয়  অস্ত্রসহ জাকারিয়া
প্যাদা (৩০) নামে এক যুবলীগ ক্যাডারকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ
। বুধবার রাত ১২টায় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা সেতু সংলগ্ন এলাকা
থেকে জাকরিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ছেনা, একটি ছোরা
এবং একটি চাপাতি ও একটি দেশীয় চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, রাতে লোন্দা সেতু এলাকায় টহল
দেয়ার সময় পুলিশ জাকারিয়া ও সাগর নামের দুই যুবককে চ্যালেঞ্জ করে। এ সময়
মোটরসাইকেল থেকে সাগর পালিয়ে গেলেও দেশীয় অস্ত্রসহ জাকারিয়াকে আটক করা
হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবুল হোসেন বলেন, জাকারিয়া ও তার
সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এরা দু’জনে কি উদ্দেশ্যে ওই
অস্ত্র নিয়ে গভীর রাতে বাইরে ছিল তা তদন্ত চলছে। গতকাল বৃহস্পতিবার
এদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।