দর্পণ ডেস্ক : শনিবার ঢাকায় আসছেন বলিউড তারকা নার্গিস ফাখরি। ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উপলক্ষে কনসার্ট আয়োজন করেছে গানবাংলা টেলিভিশন। সেদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে ‘মিউজিক ফর পিস’ কনসার্ট।

এই কনসার্টে শুভেচ্ছা দূত হয়ে আসছেন নারগিস ফাখরি। কনসার্টটি উপস্থাপনা করবেন শিনা চৌহান। গানবাংলার টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, একসঙ্গে কাজ করতে গিয়ে নার্গিস ফাখরির সঙ্গে আমাদের দারুণ বন্ধুত্ব হয়েছে। গানবাংলার ‘উইন্ড অব চেঞ্জ’-এর সঙ্গেও পরিচিত হন তিনি। পাশাপাশি তিনি ‘মিউজিক ফর পিস’ স্লোগানের মাধ্যমে বিশ্বময় সুরে সুরে শান্তির আহ্বান জানানোর এ প্রক্রিয়ার সঙ্গে একাত্মতা পোষণ করেন। সেই টানে আমাদের আমন্ত্রণে ঢাকায় আসছেন নারগিস ফাখরি।