দর্পণ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ক্যাসিনোসহ অবৈধ ব্যবসার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এত দিন রাজধানীতে ক্যাসিনো ব্যবসা চললো- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার কোনো ক্যাসিনোর অনুমোদন দেয়নি। এসব চালাতে হলে সরকারের অনুমোদন নেয়ার বিষয় থাকে, কিন্তু তা নেয়া হয়নি। আমরা পারমিশন দিয়েছি শুধুমাত্র বারের। সেই পারমিশন নিয়ে এসব করা হচ্ছিল।’
তিনি বলেন, ‘গোয়েন্দারা যখনই বিষয়টি আমাদের নজরে এনেছেন, তখনই অ্যাকশন শুরু হয়েছে।’
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি এসব ক্যাসিনো সম্পর্কে জানতেন না- এমন প্রশ্নেc জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রাজনীতিক বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ প্রশাসনের কেউ জড়িত থাকলে তিনি কোনোভাবেই ছাড় পাবেন না। অভিযান-তদন্ত দুটোই শুরু হয়েছে। জড়িত কেউই ছাড় পাবেন না।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দারা বসেছিল না। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান কী বলেছেন, সেটা তার নিজের কথা। সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নূর চৌধুরীসহ বিদেশে লুকিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে একটি কমিটি কাজ করছে, যার প্রধান আইনমন্ত্রী। আমি সেখানে সদস্য। আমরা এই ঘাতকদের ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত রেখেছি।’