লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ২২ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২। র্যাব-৫, সিপিসি-২ ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি (ভারপ্রাপ্ত) কোম্পানী কমান্ডার মোঃ আজমল হোসেন ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের যৌথ নেতৃত্বে শনিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সিংড়ার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করে। পরে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে সর্বমোট ২২ জন মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সরকার। গ্রেফতারকৃত ও দন্ডপ্রাপ্তরা হলেন, নাটোরের বড়গাছার আকবর শেখ (৬৫), মিঠু ইসলাম (৩১), আমির হোসেন (৩৭), সিংড়ার শহিদুল (৪৯), শাহিন আলীম (২২) আলম (৩৫), আঃ আজিজ (৫০) আকরাম সরদার (৪২), রাজকুমার (৫৬), আঃ জলিল (৫৬), আলী হায়দার (৫০), সজীব (২৪), মোঃ মাহাবুব (৪৫), মঞ্জয় দাস (৪২), মোঃ রফিক (৩৫), সমীর দাস (৪২), আঃ মালেক (৩৭), আব্দুস সালাম, আব্দুল খালেক, রফিকুল ইসলাম, পলাশ কুমার দাস, রাশেদ বিন রঞ্জু। দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.