অনলাইন ডেস্ক : প্রিয়াংকা চোড়া। বলিউড ছাপিয়ে এখন হলিউডেও ব্যস্ত এই সুন্দরী। তাই বছরের ছয় মাসই তিনি কাটানা দেশের বাইরে। এদিকে ঐশ্বরিয়া, দীপিকা আর কঙ্গনার মতো বলিউড সুন্দরীরা যখন কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট মাতাচ্ছেন সেখানে প্রিয়াংকা চোপড়া অবস্থান করছেন ক্যালিফোর্নিয়ায়। সেখানে বেভারলি হিলস-এর সৈকতে ফ্যামিলি টাইম কাটাচ্ছেন ‘কোয়ান্টিকো’ তারকা। শুধু তাই নয়, সেখানে একটি বিকিনি পরিহিত ছবিও পোস্ট করেছেন তিনি।
আর তার মাধ্যমে ফের আলোচনায় প্রিয়াংকা চোপড়া। ছবিতে লাল রঙা বিকিনি পরা প্রিয়াংকা যেন এক রূপসী মৎস্যকন্যা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিচ ক্যারাভানে শায়িত নিজের এ বিকিনি পরিহিত হট ছবিটি শেয়ার করেছেন নায়িকা। আর ছবিটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ছবির বিপরীতে ইতিবাচক ও নেতিবাচক অনেক মন্তব্যই পড়ছে। জানা গেছে, প্রিয়াংকা বর্তমানে ক্যালিফোর্নিয়ায় ছুটি কাটানোর পাশাপাশি বেশ কিছু হলিউড প্রজেক্ট এর কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। প্রিয়াংকা এ বিষয়ে বলেন, হলিউডের কিছু প্রজেক্ট করবো সামনে। তবে সেটা আপাতত চমক হিসেবে রাখতে চাই। যখন সব কিছু পাকাপাকি হবে তখন প্রকাশ করবো। আশা করছি আমার ভক্তরা সামনে দারুণ কিছু পাবেন।