অনলাইন ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করা ভারতীয় মডেল আরশি খান এবার তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন।

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শহিদ আফ্রিদিকে ভালোবাসি, আর শহিদও আমাকে ভালোবাসে। লোকে আমাদের নিয়ে কথা বলছিল, সংবাদপত্রে খবর ছাপা হচ্ছিল। তাই আমি এই ব্যাপারে টুইট করেছি।’

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জিনিউজের মাধ্যমে শহিদকে বিয়ের প্রস্তাব দিচ্ছি।’

শহিদ আফ্রিদির সঙ্গে হোটেলে রাত কাটিয়েছেন, আফ্রিদির জন্য নগ্নও হতে পারেন, এমন সব চাঞ্চল্যকর মন্তব্য করে আলোচনায় আসেন আরশি।