অনলাইন ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। দুইদিনব্যাপী সারা দেশে ৭৮টি কেন্দ্রের ১৫৭টি বুথে একযোগে এই ভোট গ্রহণ হবে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার রাতে।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩ হাজার ৭১৩ জন। তবে সম্পূরক তালিকা থেকে আরো কিছু ভোটার বাড়বে। সে হিসেবে ভোটার সংখ্যা প্রায় ৪৪ হাজার।

এবার ভোট দেওয়ার সময় আইনজীবীদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি দেখাতে হবে। এ ভোটের মাধ্যমে সারাদেশের আইনজীবীরা তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।