দর্পণ ডেস্ক : কুমিল্লার লালমাইয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগমারা জামতলী নামক স্থানে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি বাস ও নাঙ্গলকোট থেকে কুমিল্লাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ নারীসহ ৫ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও ২ জন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় ক্লিনিক ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি।