দর্পণ ডেস্ক : সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, দুই মার্কিন মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিবকে ইসরাইলে প্রবেশ করতে দেয়া না হলে তেলআবিবের সাহায্য বন্ধ করে দিতে হবে। ইসরাইলকে মার্কিন সাহায্য বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি মার্কিন টিভি চ্যানেল এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বার্নি স্যান্ডার্স বলেন, আমেরিকার কংগ্রেসের একজন সদস্য এমন একটি ভূখণ্ডে যেতে পারবেন না, যেটিকে আমরা শত শত কোটি ডলার সাহায্য দিই- এটি অত্যন্ত অবমাননাকর বিষয়। ইসরাইল যদি নারী কংগ্রেস সদস্যদের প্রস্তাবিত সফরের অনুমতি না দেয়, তা হলে তেলআবিবকে অর্থ সাহায্য দেয়া বন্ধ করে দিতে হবে।

২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী তালিকায় স্যান্ডার্সের নাম রয়েছে।

গত বৃহস্পতিবার ইসরাইল ঘোষণা করে, মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদলীয় নারী মুসলিম সদস্য ওমর ও তালিবকে অধিকৃত ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়া হবে না।ওই দুই কংগ্রেস সদস্য অতীতে ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের সমালোচনা করার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তেলআবিব দাবি করেছে।