দর্পণ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দেওয়াতেই ভারত তড়িঘড়ি কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে বলে মনে করছেন ইমরান। তিনি বলেন, ভারত এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যাতে অন্য পক্ষের উপরে দায় পড়ে।
কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে ভারত ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ তৈরি করতে পারে বলে অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। তার দাবি, পুলওয়ামার পরেও এমন অবস্থা তৈরি হয়েছিল।
তবে এই দাবি উড়িয়ে দিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, আতঙ্ক সৃষ্টি করছেন তারাই। আন্তর্জাতিক মহল কোনও যুদ্ধ-পরিস্থিতি দেখছে না। এসবই হল ছলচাতুরী করে নজর ঘোরানোর চেষ্টা।
ইমরানের কথায়, এমন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এ ভাবেই দেখেছি যুদ্ধ বাধতে। আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছি। কিন্তু ওরা (ভারত) ভোটে পুলওয়ামার ফায়দা নিতে চাইল। এখন চেষ্টা চালাচ্ছে আমাদের এফএটিএফ-এর কালো তালিকায় তোলার।
রবীশ কুমারের প্রতিক্রিয়া, নতুন বাস্তবকে প্রত্যক্ষ করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুক পাকিস্তান।