দর্পণ ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়ার মুরগিটোলায় একটি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. এরশাদ জানান, ৫টা ৪০ মিনিটে ওই দোকানে আগুন লাগে।

জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগে। আগুনে ওই দোকানে মজুদ রাখা মালামাল পুড়ে গেছে বলে জানান ডিউটি অফিসার এরশাদ।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।