দর্পণ ডেস্ক : ৫ জুলাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় যোগ দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। সেখানেই তিনি বলেন, “এর আগে আমি কখনও “জয় শ্রীরাম” স্লোগান শুনিনি। এখন এটা মানুষকে মারধর করতে ব্যবহার করা হচ্ছে। আমি মনে করি, এরসঙ্গে বাংলার সংস্কৃতির কোনও যোগ নেই।” নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের “জয় শ্রীরাম” নিয়ে করা মন্তব্য এবং তার ছবি দিয়ে পোস্টারে ছেয়ে গেল শহরের রাস্তা।

পোস্টারে আরও উল্লেখ রয়েছে, তার ছোট্টো নাতনিকে তার প্রিয় দেবতার নাম জিজ্ঞেস করার বিষয়টি। পোস্টারে অর্মত্য সেনের মন্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে, “আমি আমার ৪ বছরের নাতনিকে জিজ্ঞেস করেছিলাম, তার প্রিয় দেবতা কে ? সে বলেছিল মা দুর্গা। মা দুর্গার সঙ্গে রাম নবমীর কোনো তুলনাই হয় না”।

সেখানে উল্লেখ করা হয়েছে, শহরবাসীর তরফে এই পোস্টার লাগানো হয়েছে, তবে সেই শহরবাসীদের পরিচয় কী, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। নীল, সাদা, রং-এ তৈরি করা হয়েছে পোস্টারটি। এই রং টি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয়। তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, তবে পোস্টারে করা মন্তব্যকে স্বাগত জানিয়েছে তারা।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, বাংলার মানুষ এবং নাগরিক সমাজের তরফে এই পোস্টার। পাশাপাশি তাদের প্রশংসাও করেন তিনি। ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, “অর্মত্য সেন বাংলা এবং ভারতের গর্ব। বিজেপি নেতারা এটা বিশ্বাস করেন না, কিন্তু এ সম্পর্কে আমরা কিছুই জানি না”। রাজ্যের মানুষদের অপমান করতে বিভাজনের মানসিকতা নিয়ে “জয় শ্রীরাম”  স্লোগান দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

সম্প্রতি “জয় শ্রীরাম” স্লোগান বঙ্গ রাজনীতির একটি অন্যতম ইস্যু হয়ে উঠেছে।বেশ কয়েকটি জায়গায় গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে “জয় শ্রীরাম” স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বিজেপির “জয় শ্রীরাম” স্লোগানের পাল্টা দিতে “জয় বাংলা” এবং “জয় হিন্দ” স্লোগান তুলেছে তৃণমূল কংগ্রেস।