দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কের কথা শুনলেই আঁতকে ওঠেন যাত্রী পরিবহনে নিয়োজিত হালকা যান চালকরা।
এতে প্রতিনিয়ত দূর্ভোগে পড়ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ্য নারী-শিশু, আদালতে হাজিরা দিতে আসা বিচার প্রার্থী মানুষ সহ ঢাকার বাস ষ্ট্যান্ডে গমনকারী দুরপাল্লার যাত্রীরা।
কলাপাড়া-পটুয়াখালী সড়কের কিছু অংশ যা কিনা কলাপাড়া হাসপাতালের ঢোকার একমাত্র পথ রয়েছে অবহেলিত। পৌরসভা বলছে তাদের আওয়তায় রাস্তাংশটি নয় সওজ বলছে দেখছি কি করা যায়। এই ধন্দে পড়ে প্রতিনিয়ত সাধারনের ভোগান্তি বাড়ছে। দৈনিক ঘটছে দুর্ঘটনা। পৌর নাগরিক একজন বলছেন, সৎ ছেলের যেমন যত্ন নেই ঠিক তেমনি দুইশ মিটার রাস্তার অবস্থা, আমাদের অত কিছুর দরকার নাই, চাই নিরাপদে চলার মত রাস্তা। গভীর গর্ত হয়েছে কয়েকটা, যেখান থেকে হাজারো মানুষ যাতায়ত করছে ঝুঁকি নিয়ে। উলটে যাচ্ছে অটো রিক্সা, দুর্ঘটনায় পতিত হচ্ছে হোন্ডা।
হাসপাতাল ইনচার্জ ডাঃ চিন্ময় বলছেন, হাসপাতালে সুস্থ মানুষ আসেনা, সেই বিবেচনায় রাস্তাটির দ্রুত মেরামত করা দরকার। বছরের পর বছর এভাবে ভাংগা রাস্তা দিয়ে রোগীদের যাতায়ত আরও ঝুঁকি বাড়াচ্ছে।
এ বিষয়ে কলাপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো: মিজানুজ্জামান জানান, ওই সড়কটি সওজ’র। তাই এর সংস্কারে কোন পদক্ষেপ নেই পৌরসভার। সওজ কর্তৃপক্ষ যদি এটি পৌরসভাকে হস্তান্তর করে তবে পৌরসভা ওই সড়কের উন্নয়নে সবরকম ব্যবস্থা নেবে। সওজ’র নির্বাহী প্রকৌশলী শাহ মো: শামস্ধসঢ়; মোকাদ্দের জানান, ওই সড়কটি ফেরী ঘাটের সাথে সংযোগ ছিল। ফেরী চলাচল বন্ধ হয়ে শেখ কামাল সেতুর উপর দিয়ে সড়ক যোগাযোগ শুরু হওয়ার পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় আছে। তাই দীর্ঘদিনেও সড়কের ওই অংশে কোন কাজ না হওয়ায় এটি এখন নালায় পরিনত হয়েছে। সড়কটি সংস্কারের বিষয়ে কোন পরিকল্পনা আছে কিনা? -জানতে চাইলে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।