নাটোর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে শ্যামপদ রায় (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানাযায়, শুক্রবার রাতে উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শ্যামপদ রায়কে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম জানান, শ্যামপদ রায়ের মাথার ডানপাশে ধারালো অস্ত্রের আঘাতের কাটা দাগ রয়েছে। ওই ঘটনায় প্রতিপক্ষের নুর ইসলাম ও তার ছেলে সাইফুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে আহতের বড় ভাই রামপদ রায় বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দিয়েছেন। আহত বড় ভাই রামপদ রায় জানান, প্রতিবেশি নুর ইসলামের সাথে তাদের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার দিনভর বিষয়টি নিয়ে বাক-বিতন্ডা চলে। এর এক পর্যায়ে নুর ইসলাম তার লোকজন নিয়ে শ্যাপদ রায়কে কুপিয়ে জখম করে। এসময় তার বড় ভাই রামপদ রায় ও তার ছেলে সঞ্জয় রায় এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে বলে তিনি জানান। এব্যাপারে অভিযুক্ত নুর ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, অভিযোগটি পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।