লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি’র (ন্যাপ) কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বনপাড়া এস.আর.পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে আয়োজিত কর্মীসভায় ন্যাপের বনপাড়া পৌরসভা সভাপতি খুরশীদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খাঁন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠণিক সম্পাদক সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম খাঁন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুনতেজার রহমান, নাটোর জেলা সাংগঠণিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ হারুন-অর-রশিদ বুলবুল।