দর্পণ ডেস্ক : ভারতের পর নিউজিল্যান্ডকে ১১৯ হারিয়ে বিপদ কাটিয়ে উঠল পোমসরা। তৃতীয় দল হিসেবে উঠে গেল সেমিফাইনালে। সঙ্গে কপাল পুড়ালো পাকিস্তানের।

সেমিতে যেতে বাংলাদেশকে অন্তত ৩১১ রানে হারাতে হবে পাকিস্তানের।

নিউজিল্যান্ডও তাই সেমিতে উঠে গেছে বলা যায়। তবে তাদের জন্য চিন্তার হলো বিশ্বকাপে এই প্রথম টানা তিন ম্যাচে হারলো নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে তাই ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামতে হবে তাদের।

বুধবার রিভারসাইড গাউন্ডে টস জিতে ব্যাট নেয় ইংল্যান্ড। দুই ওপেনার ভারত ম্যাচের মতোই কিইউদের বিপক্ষে দুর্দান্ত শুরু করেন। দুজনে তুলে নেয় ১২৩ রান। জেসন রয় এ ম্যাচেও ফিফটির পরে আউট হন। করেন ৬০ রান। জনি বেয়ারস্টো টানা দুই ম্যাচে তুলে নেন সেঞ্চুরি। ফেরেন ১০৬ রান করে। দারুণ এক ভিত্তি পেয়ে যায় ইংল্যান্ড। পরে ইয়ন মরগান করেন ৪২ রান। তারপরও কিউইদের শেষ দিকে ভালো বোলিংয়ে ৮ উইকেটে ৩০৫ রানে থামে ইংল্যান্ড।

জবাব দিতে নেমে এ ম্যাচেও শুরুতে উইকেট হারায় কিউইরা। দলের ১৪ রানে হারায় দুই উইকেট। গোল্ডেন ডাক মারেন ওপেনার হেনরি নিকোলাস। মার্টিন গাপটিল করেন মোটে ৮ রান। কেন উইলিয়ামসন ফিরে যান ২৭ রান করে। রস টেইলর করেন ২৮ রান। তবে টম ল্যাথাম ৫৭ রানের এক ইনিংস খেলেন। জিমি নিশাম ১৯ এবং মিশেল সাটনার ১২ রানের ইনিংস খেললে হারের ব্যবধান যা একটু কমে। ৪৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

কিউইদের হয়ে এ ম্যাচে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং জিমি নিশাম দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মিশেল সাটনার এবং টিম সাউদি।

ইংল্যান্ডের হয়ে মার্ক উড নেন তিন উইকেট। ক্রিস ওকস, জোফরা আর্চার, বেন স্টোকস, লিয়াম প্লাঙ্কেট এবং আদিল রশিদ নেন একটি করে উইকেট।