দর্পণ ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বাড়ি একটি খামার (এবাএখা) প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে চাকুরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্নয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সুপারভাইজার মনি লাল বনিক, আশিস কুমার রায়, মাঠকর্মী হাফিজুর রহমান, উমর ফারুক, আল আমিন, কোহিনুর সুলতানা, ফিরুজ আহাম্মেদ, আজিজুল হাকিম, ইফতেকার হোসেন, আমিনুল হক, খাদরিয়াল ফারুক, খাইরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের জনবলের চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীকরণ ও পদোন্নতি প্রদানের দাবি করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.