দর্পণ ডেস্ক : পাঁচ দিনের ছুটি কাটিয়ে ভারত ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ২৪ জুন সর্বশেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সাউদাম্পটনে ওই ম্যাচের পর টিম ম্যানেজমেন্টের নির্দেশনা ছিল পরবর্তী পাঁচ দিন ক্রিকেট যেন তারা মাথায়ই না আনেন।

সেই নির্দেশনা মতো লন্ডন, বামিংহামে ছুটি কাটিয়েছেন অনেকে। মাশরাফি যেমন ইংল্যান্ডের গ্রাম কেমন সেই ধারণা নিতে গিয়েছিলেন। তবে এখন তাদের মাথায় আবার ক্রিকেট। বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন এখনও বেঁচে আছে টাইগারদের। সেই আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জয়ের প্রস্তুতি সারতে হবে। তাই ছুটি শেষে বাংলাদেশ দলের সবাই অনুশীলনে এসেছেন।

বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন জানিয়েছেন, শক্ত দল ভারত। ব্যাটিং-বোলিং সব বিভাগেই দারুণ ক্রিকেটার আছে তাদের। তবে পয়েন্ট টেবিলে বাংলাদেশ দলের যে অবস্থান সেখানে দাঁড়িয়ে প্রতিপক্ষ ভারত না অন্য কেউ তা দেখার সময় তাদের নেই। তাদের দায়িত্ব নিজেদের সেরা খেলাটা মাঠে দেখানো। সেই প্রস্তুতিই নিচ্ছে বাংলাদেশ দল।

মঙ্গলবার এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। কেমন উইকেটে খেলানো হবে এখনও তা জানতে পারেনি বাংলাদেশ দল। তবে এজবাস্টনে হওয়া আগেই দুই ম্যাচে বড় স্কোর হয়নি। পাকিস্তানের বিপক্ষে ২৩৭ রানের সংগ্রহ নিয়ে সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ড এখানে হেরেছে। তার আগে দক্ষিণ আফ্রিকা ২৪১ তুলেও এই এজবাস্টনে কিউইদের কাঁপিয়ে দেয়।