দর্পণ ডেস্ক : ২০১৯ কোপা আমেরিকা অভিযান শেষ হলো উরুগুয়ের। টাইব্রেকারে পেরুর কাছে ৪-৫ গোলের ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালে বিদায় নিলো সুয়ারেজ-কাভানির উরুগুয়ের।
ব্রাজিলের ফন্তে নোভা অ্যারেনায় শনিবার (২৯ জুন) দিবাগত রাতে কোপার শেষ চার নিশ্চিত করতে মুখোমুখি হয় উরুগুয়ে ও পেরু। নির্ধারিত সময় পযর্ন্ত গোল না হওয়ায় ম্যাচটির ফল নির্ধারণ করা হয় টাইব্রেকারে। সেখানেই কপাল পুড়েছে অস্কার তাবারেজের শিষ্যদের।

টাইব্রেকারে প্রথম শট নেন উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ। কিন্তু বার্সেলোনা তারকার ডান পায়ের শট বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন পেরুর গোলরক্ষক পাওলো গুরেরো। শেষ পর্যন্ত সেটিই ব্যবধান হয়ে থাকল। উরুগুয়ে বাকি চার শট ব্যর্থ হয়নি। কিন্তু পাঁচটির পাঁচটিতে গোল করেছে পেরু। এই জয়ে কোপা আমেরিকা লড়াইয়ের সেমিতে ওঠল পেরু।
সেমিতে তাদের প্রতিপক্ষ চিলি।