দর্পণ ডেস্ক : পাকিস্তান শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়ে সেমিফাইনালের আশা বঁচিয়ে রেখেছে। পাকিস্তান অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জয় পায় সরফরাজ বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে এই জয়কে ‘সেরা জয়’ বলেছেন পাকস্তিান অধিনায়ক সরফরাজ আহমেদ।

তিনি বলেন, ‘সকল সমর্থকদের ধন্যবাদ। এটা আমাদের সেরা জয়। এই উইকেটে খেলা সহজ ছিল না। কিন্তু ইমাদ যেভাবে ব্যাটিং করলো, তার জন্য তাকে কৃত্বিত দিতেই হয়। সে দারুণ ভাবে চাপ সামলেছে। আমরা জানি এটা সহজ ছিল না।

টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে ২২৭ রান আটকে দেয় আফগানিস্তানকে। বল হাতে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন শাহীন আফ্রিদি। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ফখর জামান। পরে ১২১ রানে চার উইকেট হারিয়ে চাপে পরে পাকিস্তান।

এ নিয়ে সরফরাজ বলেন, ‘তারা (আফগানিস্তান) ভালো বল করেছে। বাবর ও ইমাম ভলো ব্যাটিং করেছে। মিডল অর্ডারে আমাদের একটা জুটি দরকার ছিল। কিন্তু আমরা পারিনি। শেষ পর্যন্ত আমরা জিতেছি। এটা পুরোটাই দলীয় প্রচেষ্টা।’ শাহীন আফ্রিদিকে নিয়ে বলেন, ‘শাহীন আফ্রিদি দিনে দিনে উন্নতি করছে। সে কঠোর পরিশ্রম করছে। বাকি বোলাররাও ভালো করছে।’

আগামী ৫ জুলাই বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।