দর্পণ ডেস্ক : ইংল্যান্ডেকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার হিসাব-নিকাশ জমিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ৬ ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ ৮ পয়েন্ট। এখনো তিন ম্যাচ বাকি ইংলিশদের। লড়তে হবে অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে। তিন ম্যাচের তিনটিতেই জয় পেতে হবে স্বাগতিকদের। তা না হলে মেলাতে হবে নেট রানরেটের সমীকরণ। তবে এগুলো নিয়ে ভাবছেন না ইংলিশ অধিনায়ক এউইন মরগান।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা হারলে অনেক ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারি।
আশা করি, পরবর্তী ম্যাচে সেটাই যেন হয়। আমাদের এ ম্যাচ থেকে শিক্ষা নেয়া উচিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ঘুরে দাঁড়াবো। সেমিফাইনালে যেতে আমি কোনো সমস্যা দেখছি না।’ আগামী ২৫ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড।

হেডিংলিতে শ্রীলঙ্কার ২৩২ রানের ছুড়ে দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ম্যাচ হারের পর মরগান বলেন, ‘যে কোনো লক্ষ্যে ব্যাট করতে হলে জুটি গড়া খুব জরুরি। আমরা সেখানটায় ভুগেছি। আমাদের দু-একটা ব্যক্তিগত ইনিংস খেলেছি। কিন্তু সেটা জয়ের জন্য পর্যাপ্ত নয়।’ এদিন ব্যাট হাতে ৫৭ রানের ইনিংস খেলেন জো রুট। আর অপরাজিত ৮২ রানের ইনিংস আসে বেন স্টোকসের ব্যাট থেকে।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর হতাশা প্রকাশ করে ইংলিশ অধিনায়ক বলেন, জয়টা আমাদের প্রাপ্যই ছিল না। আমরা জেতার মতো খেলতে পারিনি। শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে, তারা দুর্দান্ত খেলেছে। বিশেষ করে মালিঙ্গা। ও একাই আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।