‌‌দর্পণ ডেস্ক : উইকেটের পেছনে দাঁড়িয়ে সেরা সেরা ব্যাটসম্যানকে স্টাম্প আউট করে প্যাভেলিয়ন পাঠিয়েছেন ধোনি। উইকেটের পেছনে দ্রুততম মানুষ হিসেবেই পরিচিত। তার দ্রুত স্টাম্প আউট করা নিয়ে বারবার আলোচনা হয়েছে ক্রিকেট বিশ্বে। তার দ্রুততা বারবার তাক লাগিয়ে দেয় ক্রিকেট সেরাদের। সেই মহেন্দ্র সিং ধোনি শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আউট হয়ে ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার স্টাম্প আউট হলেন।

ধোনি দুইবার স্টাম্প আউট হলেন বিশ্বকাপের মঞ্চে। এর আগে ধোনি স্টাম্প আউট হয়েছিলেন ২০১১ বিশ্বকাপে। শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে তার অতি মন্থর ব্যাটিংও সমালোচনার মুখে পড়েছে। রশিদ খানের বলকে এগিয়ে এসে বাউন্ডারির বাইরে পাঠানোর কথা ভেবেছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে সংযোগ স্থাপন করতে পারেননি। বল জমা হয় উইকেট কিপারের হাতে। ৫২ বলে ২৮ রান করে আউট হয়ে যান তিনি।

২০১১ বিশ্বকাপের পর আবার ধোনি স্টাম্প আউট হলেন ২০১৯ বিশ্বকাপের আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে। যেখানে ভারত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২২৪ রান করে।