দর্পণ ডেস্ক : বাংলাদেশ দল শনিবার রোজ বোলে অনুশীলন করতে পারেনি । সাউদাম্পটনের এ মাঠে ভারত-আফগানিস্তান ম্যাচ চলছে। কালকের লম্বা ভ্রমণের ধকল আর মূল মাঠে যেহেতু অনুশীলনের সুযোগ নেই, বাংলাদেশ দল শনিবারের দিনটা এক প্রকার ছুটির মেজাজেই কাটিয়েছে।

দুপুরে ঐচ্ছিক অনুশীলনে শুধু গিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ আর মোহাম্মদ মিঠুন। অনুশীলন করুন আর না করুন, ক্রিকেটারদের সবার মনোযোগ ভারত-আফগানিস্তান ম্যাচে। এক দিন পর যে আফগানদের সঙ্গে খেলা, তাদের খোঁজখবর ভালো করে তো নিতেই হবে।

দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা মোহাম্মদ মিঠুন অবশ্য মনে করেন না, আফগান স্পিনারদের সামনে তাদের ব্যাটসম্যানরা হাবুডুবু খাবেন। স্পিন আমরা সব সময়ই ভালো খেলি। যদিও ওদের দলে বিশ্বমানের স্পিনার আছে।

যখন কোনো ব্যাটসম্যান ছন্দে থাকে, তখন পেস-স্পিন যেকোনো আক্রমণে মানিয়ে নেয়া খুব একটা সমস্যা না। আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে ব্যাটিং। ব্যাটসম্যান যখন ছন্দে থাকে মানসিকভাবে সে যেকোনো কিছুতেই সে মানিয়ে নিতে পারে।

মিঠুন বলেন, এই বিশ্বকাপে দারুণ ছন্দে আছে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান। আফগানিস্তানের শক্তি যতই স্পিন আক্রমণ হোক, সেটি সামলানোর সামর্থ্য তাদের আছে। তবে মিঠুন স্বীকার করেন, তাদের কাছে অস্ট্রেলিয়ার চেয়ে আফগানিস্তান বেশি চ্যালেঞ্জিং। তাই আফগানদের বিপক্ষে আরও বেশি সতর্ক থাকতে হবে আমাদের।

আমার তো মনে হয় আফগানিস্তানের বিপক্ষে আমাদের বেশি সতর্ক থাকতে হবে। অস্ট্রেলিয়ার কাছে হারলে আপনারা মেনে নেবেন। তারা র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক ওপরের দল। কিন্তু আফগানিস্তানের কাছে হারলে… সবাই প্রত্যাশা করে, ওদের বিপক্ষে আমরা যেন জিতি। হ্যাঁ, প্রতিটি ম্যাচই আমাদের কাছে সমান। প্রতিটি ম্যাচ জিততেই আমরা নামি। তবে এ ম্যাচে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।