গোফরান পলাশ, পটুয়াখালী: শ্রমিক অসন্তোষে ব্যাপক সহিংসতা, সংঘর্ষ, হত্যার
ঘটনার পর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে
বাংলাদেশী শ্রমিকদের রবিবার থেকে ১৫ দিনের ছুটি ঘোষনা করা হয়েছে। এছাড়া
আগামী তিন দিনের মধ্যে তাদের বকেয়া পাওনা পরশোধ করার ঘোষণা দিয়েছে
কর্তৃপক্ষ।

এছাড়া শনিবার (২২জুন) থেকে স্বল্প পরিসরে বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম
শুরু করেছে চায়না শ্রমিকরা। এ খবরের সত্যতা স্বীকার করেছেন পটুয়াখালীর
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, গত মঙ্গলবার পায়রা তাপ
বিদ্যুৎ কেন্দ্রের বাংলাদেশী ও চায়না শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের
ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কাজগুলো
সম্পন্ন করতে অন্তত: ১৫ দিন সময় লাগবে। ক্ষতিগ্রস্ত এসব কাজ বাংলাদেশী
শ্িরমকদের পক্ষে করা সম্ভব নয়। এগুলো শুধু চায়নার শ্রমিকরাই করতে পারবে।
মূলত: এ কারনেই কয়েক দিনের জন্য বাংলাদেশী শ্িরমকদের ছুটি দেওয়া হয়েছে।
তাদের বকেয়াও পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
কর্তৃপক্ষ।

এদিকে হঠাৎ করে শ্রমিকদের ছুটি দিয়ে বকেয়া বেতন পরিশোধ করার ঘোষনায় হতাশ
হয়ে পড়েছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রায় সাত হাজার শ্রমিক। এছাড়া মামলা,
গ্রেফতার আতংকের সাথে নতুন করে যুক্ত হল কাজ হারানোর শংকা। বিদ্যুৎ
কেন্দ্রের শ্রমিকরা অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় শ্রমিক সরবরাহকারী
প্রতিষ্ঠান, নির্মান সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান সহ বিপিসিএল’র
কর্মকর্তা শাহমনি জিকোকে দায়ী করছেন।