দর্পণ ডেস্ক : ভারতের বিপক্ষে আফগানিস্তানের লক্ষ্যটা ছিলো মাত্র ২২৫। এবারের চার ছক্কার ঝড়ের বিশ্বকাপে যা ছিলো একেবারেই মামুলি। কিন্তু না, পারলো না আফগানিস্তান। পা ফসকে যাওয়ার হাত থেকে নিজেদের সামলে নিলো ভারত। শেষ পর্যন্ত ১১ রানে জয় পেল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কাঁপিয়ে দিয়েছে ভারতকে আফগানরা।
শেষ ওভারে আফগানিস্তানের ৬ বলে প্রয়োজন ছিলো ১৬ রান। বোলিংয়ে মো. শামি। ব্যাটিংয়ে মো. নবী। প্রথম বলেই চার মারেন নবী। পরের বল ডট। তৃতীয় বলে ক্যাচ উঠিয়ে দেন নবী। পরের বলে বোল্ড আফতাব আলম। আর ৫ নম্বর বলে ফের বোল্ড। এবার মুজিব উর রহমান। হ্যাটট্রিক করলেন শামি। এটি এই বিশ্বকাপে প্রথম হ্যাট্টিক। বিশ্বকাপে দশম। আর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপে পেলেন হ্যাট্টিকের দেখা। প্রথম হ্যাট্টিকধারী ছিলেন চেতন শার্মা। ১৯৮৭ সালে তিনি হ্যাট্টিকের দেখা পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে।
খেলার প্রতি মুহুর্তে উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ হাসিটা হাসলো ভারত। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মো. নবী। এছাড়া ৩৬ রান আসে রহমত শাহর ব্যাট থেকে। মো. শামি পান ৪ উইকেট। ২টি করে পান জসপ্রিত বুমরাহ, চাহাল, হার্দিক পান্ডিয়া।
এর আগে সাউদাম্পটনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে মাত্র ২২৪ রান করে তারা। অধিনায়ক বিরাট কোহলি করেন সর্বোচ্চ ৬৭ রান। এছাড়া কেদার যাদব করেন ৫২ রান।
আফগানিস্তানের পক্ষে উইকেট পেয়েছেন সবাই। মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব পান ২টি করে উইকেট। আর ১টি করে পেয়েছেন মুজিব উর রহমান, আফতাব আহমেদ, রশিদ খান, রহমত শাহ।
এখন পর্যন্ত আসরের কোন ম্যাচে জয়ের দেখা পায়নি আফগানিস্তান। অন্যদিকে চলতি বিশ্বকাপে সবগুলো ম্যাচ জিতে সেমির পথে বিরাট কোহলির দল।