মোঃ আবু সাঈদ সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রাম পাঁচ পীড়তলা মোড় থেকে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২০০ পিচ ইয়াবা এবং ১০ টি দেশীয় অস্ত্রসহ মাসুদ রানা রাঙ্গা ( ৩০) কে আটক করেছে সিংড়া থানা পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। রাঙ্গা কৈগ্রামের আব্দুল খালেকের পুত্র। তাঁর বিরুদ্ধে নন্দ্রীগ্রাম, বাঘমারা, শেরপুরসহ বিভিন্ন থানায় প্রায় ১০ টি অভিযোগ রয়েছে। সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জামিল আকতারের নির্দেশে শুক্রবার রাতে কৈগ্রাম পাঁচপীর তলা মোড়ে একটি দোকানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুস সালামসহ কয়েকজন আসামী পালিয়ে যায়। তবে পুলিশের হাতে ধৃত হন মাসুদ রানা রাঙ্গা। তাঁর স্বীকারোক্তিতে মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দেশী অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.