‌দর্পণ ডেস্ক : বিশ্বকাপে প্রথম শ্রীলঙ্কান হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন লাসিথ মালিঙ্গা। ম্যাচের শেষ দিকে ইংল্যান্ডের জয়ে জন্য ২৪ বলে ৩০ রান প্রয়োজন ছিল। হাতে এক উইকেট। উইকেটে সেট ব্যাটসম্যান বেন স্টোকস (৮২*)।

এমন অবস্থাও ম্যাচ জয়ের বিশ্বাস ছিল বলে জানিয়েছেন মালিঙ্গা। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনায় স্থির ছিলাম। নিশ্চিত করতে চেয়েছি যাতে স্টোকস ডট বল দেয় এবং চাপে পড়ে। আমাদের পরিকল্পনা ছিল লাইন লেন্থ ঠিক রেখে বল করা। আমাদের নিজেদের ওপর বিশ্বাস ছিল। ম্যাচ জিতে আমাদের আত্মবিশ্বাস বাড়লো।

২৩২ রানের পুঁজি নিয়ে হট ফেবারিট ইংল্যান্ডের বিপক্ষে জয়। এর জন্য পুরো দলকে কৃতিত্ব দিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারতনে।

তিনি বলেন, ‘আমরা ব্যাটিং বোলিংয়ে সব বিভাগেই ভালো করেছি। আমরা ৩০০ রান করতে পারিনি। আমরা চেয়েছিলাম ২৫০-২৭৫ রান করতে। অ্যাঞ্জেলো (ম্যাথিউস) দুর্দান্ত ব্যাটিং করেছে। বোলারাও তাদের দায়িত্বটা বুঝতে পেরেছে। এটা পুরোটাই দলীয় সাফল্য। মালিঙ্গা উইকেট পেয়েছে। ধনঞ্জয়াও তার কাজটা করতে পেরেছে। সবাই ভালো করেছে। সবকিছুই ভালো হয়েছে।