দর্পণ ডেস্ক : ঢাকা অ্যাটক ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তাসকিন রহমান। সেই থেকে শুরু। চলচ্চিত্রে নিয়মিত এখন তিনি। একের পর এক নতুন ছবিতে অভিনয় করেছেন।
এবার সুখবর দিলেন তাসকিন। বিয়ে করেছেন। পাত্রী নারায়ণগঞ্জের মেয়ে জান্নাতুল ফেরদৌস চেরি। ১০ জুন রাজধানীর উত্তরায় পারিবারিকভাবে তাদের আকদ সম্পন্ন হয়েছে জানিয়েছেন তাসকিন রহমান।
বিয়ে প্রসঙ্গে তাসকিন রহমান বলেন, ৮ মাস ধরে চেরির সঙ্গে আমার পরিচয়। তবে প্রেম তিন মাসের। সম্পর্কে জড়ানোর পর মনে হলো চেরির সঙ্গে সারাজীবন কাটানো যাবে। তাই বিয়ের সিদ্ধান্ত। পারিবারিকভাবেই আমাদের আকদ হয়।
বিয়ে অনেকটা আড়ম্বরহীন হলেও শিগগিরই বড় আয়োজনের মাধ্যমে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তাসকিন।
জানা যায় আট মাস আগে একটি পার্টিতে জান্নাতের সঙ্গে দেখা হয় তাসকিনের। সেখান থেকেই পরিচয়। গত তিন মাস ধরে প্রণয় থেকে সম্প্রতি এই পরিণয়। এটি তাসকিনের দ্বিতীয় বিয়ে। এর আগে তাসকিন ২০১৭ সালে শুরুর দিকে নুসরাত নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন।
জান্নাত ফেরদৌস চেরির বেড়ে ওঠা ইতালিতে। কিন্তু গত ৫ বছর ধরে তিনি বাংলাদেশে থাকছেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।