গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অসুস্থ্য আইনজীবী ননী
গোপাল’র চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাড়িয়েছে চৌকি আদালত আইনজীবী
কল্যান সমিতি। বুহস্পতিবার সকালে আদালত ভবনে চৌকি আদালত আইনজীবী কল্যান
সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু ননী বাবুর পরিবারের কাছে
আর্থিক সহায়তার চেক তুলে দেন। এসময় অ্যাডভোকেট মি: নাথুরাম ভৌমিক,
অ্যাডভোকেট শংকর চন্দ্র রায়, অ্যাডভোকেট তপন কুমার ভৌমিক,  অ্যাডভোকেট আ:
সালাম মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসংগত; জেলা আইনজীবী সমিতির সদস্য ও কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত
আইনজীবী ননী গোপাল সম্প্রতি স্ট্রোক জনিত রোগে অসুস্থ্য হয়ে পড়েন। তার
চিকিৎসা সহায়তার জন্য পাশে দাড়ায় কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান
সমিতি।