PARIS, FRANCE - JUNE 19: during the 2019 FIFA Women's World Cup France group D match between Scotland and Argentina at Parc des Princes on June 19, 2019 in Paris, France. (Photo by Daniela Porcelli/Getty Images)

দর্পণ ডেস্ক : ফ্রান্সে চলমান ফিফা নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় স্কটল্যান্ডকে আটকে দিয়েছে আর্জেন্টিনা। ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তির কল্যাণে পেনাল্টি ‘নাটকে’ ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি। যদিও এ ড্রয়ের পরও বিশ্বকাপ থেকে ছিটকে গেছে দুই দলই।

‘ডি’ গ্রুপের এ ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্কটল্যান্ড। তাতে ম্যাচের ১৯ মিনিটেই সাফল্য আসে। দলের পক্ষে প্রথম গোলটি করেন লিটিল। প্রথমার্ধে কোনো দল আর সাফল্যের দেখা পায়নি।

গোল পরিশোধে মরিয়া আর্জেন্টিনা বিরতির পর উল্টো আরেক গোল হজম করে বসে। ৪৯ মিনিটে স্কটল্যান্ডের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বেটি। এরই ধারাবাহিকতায় খেলার ৬৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন কুতবার্ত।

তিন গোল হজম করার পর যেন হুঁশ হয় আর্জেন্টিনার। আর তাতে ৭৪ ও ৭৯ মিনিটে স্কটল্যান্ডের জালে দুইবার বল জড়ান মেনিন্দেজ ও বনসিগুন্দো। এ পর্যায়ে ম্যাচ জমিয়ে তোলে আর্জেন্টিনা। ম্যাচের অতিরিক্ত মিনিটে ভিএআর থেকে পেনাল্টির সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু স্কটিশ গোলরক্ষক লি আলেকজান্দার তা আটকে দেন। তবে গোলরক্ষকের দুই পা লাইনের ওপর থাকায় এবারও ভিএআর থেকে আর্জেন্টিনাকে ফের পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর তাতে নিজের দ্বিতীয় গোল করে দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচান বনসিগুন্দো। যদিও তাতে শেষ রক্ষা হয়নি।