দর্পণ ডেস্ক : কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচেও হোঁচট খেলো আর্জেন্টিনা। বৃহস্পতিবার সকালে বেলো হরিজান্তোতে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে আলভিসেলেস্তেরা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোল ও ফ্রাঙ্ক আরমানি পেনাল্টি ঠেকিয়ে লজ্জা থেকে রক্ষা করে ১৪ বারের চ্যাম্পিয়নদের।
প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হার, আর প্যারাগুয়ের সঙ্গে পয়েন্ট খুইয়ে গ্রুপপর্ব পার হওয়া কঠিন হয়ে গেল আর্জেন্টিনার জন্য। মাত্র ১ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে আজেন্টিনা। দুই ম্যাচে জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে কলম্বিয়া। আর ২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে। আর্জেন্টিনার সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানের রয়েছে কাতার।
তবে নক আউট পর্বে সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। গ্রুপপর্বে শেষ ম্যাচে ২৫ জুন কাতারের মুখোমুখি হবে গত দুই আসরের রার্নাসআপরা। অবশ্য কলম্বিয়া-প্যারাগুয়ের দিকে চোখ রাখতে হবে। তা না হলেও ‘সেরা তৃতীয়’ হয়ে শেষ আটে যাওয়ার সুযোগ থাকছে মেসিদের সামনে।
ব্রাজিলের মিনেইরাওতে ম্যাচে ৩৭তম মিনিটে গোল হজম করে আর্জেন্টিনা। নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার মিগুয়েল আলমিরনের পাস থেকে প্যারাগুয়ের হয়ে গোল করেন রির্চাড সানচেজ। ম্যাচের ৫৭তম মিনিটে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় আজেন্টিনা। স্পটকিক থেকে গোল আদায় করে নেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি।
ম্যাচের ৬৩তম মিনিটে পেনাল্টি পায় প্যারাগুয়ে। তবে দারুণ নৈপূণ্যে পেনাল্টি ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক ফ্রাঙ্ক আরমানি।