দর্পণ ডেস্ক : আবার মা হয়েছেন বলিউড তারকা এশা দেওল। এবারও তার মেয়ে হয়েছে। বাবা ভরত তখতানি মেয়ের নাম রেখেছেন মিয়ারা তখতানি।
সামাজিক মিডিয়ায় মঙ্গলবার এ সুখবর জানিয়েছেন এশা ও ভরত। নায়িকা এশা আর তার মেয়ে ভালো আছে। আনন্দের সঙ্গে পরিবারে নতুন সদস্যের আগমন উদযাপন করছেন তারা। সোমবার বিকেলেই মিয়ারার নানা-নানি ধর্মেন্দ্র ও হেমা মালিনী গিয়ে হাজির হয়েছিলেন হাসপাতালে।
গত জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এশা জানিয়েছিলেন, আবার মা হতে যাচ্ছেন তিনি। দুই বছর আগে প্রথমবার মা হন এই তারকা। তার প্রথম সন্তানের নাম রাধ্যা তখতানি।

এশাকে শেষ দেখা যায় ‘কেকওয়াক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে। ২০১২ সালে ব্যবসায়ী ভরত তখতানিকে বিয়ে করেন এশা। টাইমস অব ইন্ডিয়া