দর্পণ ডেস্ক : ভক্তদের আগ্রহ সব সময় তুঙ্গে থাকে জেমস বন্ড সিরিজ নিয়ে। তাই দর্শক অপেক্ষায় থাকে নতুন সিরিজ নিয়ে। কিন্তু ঝামেলা যেন এ ছবির পিছু ছাড়ছে না।

গত মাসে শুটিং চলাকালে ছবির নায়ক ড্যানিয়েল ক্রেইগ গুরুতর আহত হয়েছিলেন। গোড়ালিতে আঘাত পেয়ে সার্জনের ছুরির নিচে যেতে হয়েছিল ড্যানিয়েল ক্রেইগকে। সেজন্য বেশকিছু দিন ছবির দৃশ্যধারণ বন্ধ রাখতে হয়েছিল। সুস্থ হয়ে সম্প্রতি শুটিংয়ে ফিরে আবারও নতুন দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি পাইনউড স্টুডিওতে ছবির সেটে বিরাট এক বিম্ফোরণ হয়েছে। এতে উড়ে গেছে সাউন্ড-স্টেজের ছাদ, ধ্বংস হয়েছে আরও অনেক কিছু; কয়েকজন ক্রুও সামান্য আহত হয়েছেন।

তবে এ ঘটনায় আবারও পায়ে চোট লেগেছে ড্যানিয়েলের। তাই আবারও শুটিং স্থগিত করা হয়েছে। এদিকে বন্ড ২৫-এর কাজ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। অনেকের ধারণা, এ ছবির ওপর কোনো ‘অভিশাপ’ আছে। অথচ ছবিটি মুক্তির জন্য সময় আছে এক বছরের কম। আগামী বছর এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা।