দর্পণ ডেস্ক : সিনেমার সফল জুটি অনন্ত জলিল ও বর্ষা। এই জুটি বর্তমানে ‘দিন : দ্য ডে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করছে অনন্ত’র প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এরই মধ্যে বেশ ঘটা করে ছবিটির শুটিং হয়েছে ইরান ও বাংলাদেশের মনোরম সব লোকেশনে। ছবির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষের দিকে।

ছবির ইউনিটের সঙ্গে ইরানে রয়েছেন অনন্ত ও বর্ষা। সেখানে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই তারা যোগ দিয়েছেন নতুন লটের শুটিংয়ে।

জানা গেছে, অনন্ত ও বর্ষার পাশাপাশি আছেন ইরানের প্রায় অর্ধ শতাধিক শিল্পী। ইরান শহরের পাশে মারানজাব নামের মরুভূমিতে চলছে এই ছবির গানের শুটিং। প্রায় ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচ- গরমে কাজ করতে হচ্ছে সবাইকে। এই গানে নতুন লুক ও স্টাইলে দেখা যাবে অনন্ত-বর্ষাকে। তাদের পোশাকে থাকবে ইরানি সংস্কৃতি ও ঐতিহ্য। ইরানের শুটিং শেষে এই গানের কিছু অংশের শুটিং হবে তুরস্কেও।