দর্পণ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলে তিনি কাশ্মির সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন। লোকসভা নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) কোলকাতায় দলীয় ইশতেহার প্রকাশ করে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।

মমতা বলেন, ‘হবে না বলে পৃথিবীতে কোনো কাজ নেই। পারব না বলেও কিছু নেই। আপনাকে চেষ্টা করতে হবে। আমরা যখন ক্ষমতায় আসি তখন জঙ্গলমহলের অবস্থা কী ছিল? প্রত্যেক বছর কমপক্ষে ৪০০ জন প্রাণ হারাতেন। দার্জিলিংয়ের পরিস্থিতি কী ছিল? আমরা জঙ্গলমহল সমস্যা সমাধান করি নি? আমরা যদি জঙ্গলমহল সমস্যা সমাধান করতে পারি, দার্জিলিং যদি শান্তিতে থাকতে পারে, কাশ্মির ইস্যুতে আমি মনে করি কাশ্মিরি মানুষদের আস্থায় নিয়ে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তারা নিশ্চয় সমস্যা সমাধান করতে পারেন। আমি মনে করি কাশ্মির সমস্যা সমাধান হতে পারে, শান্তি ফিরে আসতে পারে। কাশ্মিরি ছাত্র-যৌবন, মা-বোনেদের আস্থায় নিয়ে তা হতে পারে। কেউ না পারলে আমাকে দায়িত্ব দেবেন, আমি কোনো পদ চাই না। আমি গিয়ে থাকব কাশ্মিরে। কাশ্মিরের মানুষ কী চায়, তাঁদের সঙ্গে কথা বলে নিশ্চয় চেষ্টা করব যাতে সমস্যা সমাধান হয়। আমার সেই বিশ্বাস আছে।’

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘জেনে রাখুন মোদি আর গদিতে আসবেন না। নোটবাতিল কার স্বার্থে, কেন হয়েছিল তার তদন্ত চাই। মোদির আমলে প্রায় দু’কোটি মানুষ কাজ হারিয়েছেন।’ অভিন্ন কর্মসূচির ভিত্তিতে পরবর্তী সরকার গঠন করা হবে বলেও মমতা মন্তব্য করেন।