দর্পণ ডেস্ক : ইরানের একটি ব্যাংকের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করার পর ব্যাংকটির গণসংযোগ বিভাগ এটির বিরুদ্ধে আনীত অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।
মার্কিন সরকার গতকাল (মঙ্গলবার) অভিযোগ করেছিল, ইরানের ‘আনসার’ ব্যাংক তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে বহির্বিশ্বের সঙ্গে আর্থিক লেনদেন করার জন্য তিনটি দেশের সঙ্গে গোপন যোগসাজশ বজায় রাখছিল।
আনসার ব্যাংকের গণসংযোগ বিভাগ এ অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
আনসার ব্যাংককে সহযোগিতাকারী ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন অর্থবিভাগ আরো অভিযোগ করেছে, নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জন্য বিদেশ থেকে অর্থ সংগ্রহের কাজে ইরান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের চারটি প্রতিষ্ঠান আনসার ব্যাংককে সহযোগিতা করেছে।
আজ (বুধবার) আনসার ব্যাংকের গণসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, মার্কিন অর্থ বিভাগ এই মিথ্যা অভিযোগ উত্থাপনের মাধ্যমে পরোক্ষভাবে একথা স্বীকার করে নিয়েছে যে, তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে অকার্যকর হয়ে পড়েছে।
গত বছরের মে মাসে মার্কিন সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়। এরপর ওয়াশিংটন ইরানের বহু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি ঘোষণা করেছে, ইরান যাতে তেল বিক্রির অর্থ দেশে নিতে না পারে সেজন্য তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করা হচ্ছে। ওই ঘোষণার জের ধরে ইরানের একটি বড় ব্যাংকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।