দর্পণ ডেস্ক : রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনও।
বুধবার দুপুর ১টার দিকে তারা এ উদ্বোধন করেন। এর আগে তারা ধানমন্ডি এলাকায় এ সার্ভিস উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিআরটিএ’র চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসির ডাবল ডেকার বাসগুলো এয়ারপোর্ট, কুড়িল, বাড্ডা, রামপুরা, মালিবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল রুটে যাতায়াত করবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, বিমানবন্দর থেকে থেকে বিদেশিরা বের হয়ে যে রুটটি দিয়ে যাতায়াত করে তা আমাদের দেশের ভাবমূর্তি তুলে ধরে। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা এই সড়কটিকে এখনো খুব ভালো সার্ভিসের আওতায় আনতে পারিনি। প্রধানমন্ত্রী এ বিষয়ে একটি নির্দেশনা দিয়েছেন। খুব শিগগিরই এয়ারপোর্ট থেকে আশকোনা পর্যন্ত একটি আন্ডারপাস রোড হতে যাচ্ছে। এরকম আরো বেশ কিছু উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি জানান, আমরা আজ বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত ২০টি ডাবল ডেকার বাস চালু করছি। খুব শিগগিরই উত্তরায় এরকম চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এরপর ফুটপাত মুক্ত করার ঘোষণা দেন মেয়র আতিকুল ইসলাম। তিনি এজন্য সকলের সহযোগিতা চান।