দর্পণ ডেস্ক : ‘ভূত বলতে কিছু নেই’ শিরোনামের একটি নাটকে ভূতের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মমকে।
রোহিত হাসান কিসলুর রচনায় এটি পরিচালনা করেছেন জয়ন্ত রাজ। নাটকে মমর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রাম থেকে পালিয়ে এসে বিয়ে করেন প্রেমিক যুগল। ওঠেন একটি নতুন বাসায়। সেই বাসায় ওঠার পর মেয়েটি তার স্বামীর সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে থাকে। ভূতের ভয় তাড়া করে বেড়ায় মেয়েটিকে। একটা সময় দেখা যায়, মেয়েটিই ভূত।