দর্পণ ডেস্ক : আজকাল ক্যামেরার সামনে জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখকে খুঁজে পাওয়াই যায় না। তার উপস্থিতি নেই অনুষ্ঠানগুলোতেও।
অনেক অভিনেত্রী অভিনয় থেকে দূরে থাকলেও শোবিজের বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেকে সরব রেখেছেন। কিন্তু শখ এমনটার একবারেই বিপরীত। মুঠোফোনেও তাকে পাওয়া যায় না। অনেকেই বলেন, তার একান্ত প্রয়োজন হলে তিনি নিজেই যোগাযোগ করেন। এর বাইরে তাকে পাওয়া যায় না।
২০১৭ সালে অভিনেতা নিলয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি নিজেকে অনেকটা আড়ালেই রেখেছেন। ২০১৫ সালের ৭ই জানুয়ারি এই তারকাজুটি প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হন। বিচ্ছেদের কিছু দিন আগে দুজন ওমরা হজ পালন করেন। তারপরেই তাদের বিচ্ছেদের সংবাদ প্রকাশ হয়। ডিভোর্সের পর নিলয় নিয়মিত অভিনয় করছেন। কিন্তু শখের এভাবে আড়াল হয়ে যাওয়া বিস্মিত করে সবাইকে।
গেল দুই বছরে এই অভিনেত্রী দু-একটি নাটকে অভিনয় করলেও সেগুলো দিয়ে দর্শকের মধ্যে সাড়া ফেলতে পারেন নি। তবে কি হারিয়ে যাওয়া পর্দাকন্যাদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন? এসব প্রশ্নের উত্তর জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
প্রসঙ্গত, ছোটবেলা থেকেই এ অভিনেত্রীর মিডিয়ায় পথচলা শুরু। শিশুশিল্পী হিসেবে টিভি নাটকে প্রথম অভিনয় করেন শখ। ২০০২ সালে প্রচারিত এ নাটকটির নাম ছিল ‘স্বাক্ষর’। ধারাবাহিক ‘অদ্ভুতুড়ে’ নাটকের মাধ্যমে নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। ‘এফএনএফ’, ‘ফিফটি ফিফটি’, ‘দিবারাত্রি খোলা থাকে’ ও ‘রঙ’সহ আরো কিছু নাটকে অভিনয় করে সবার নজরে আসেন শখ। তারপর নাটকের পাশাপাশি নাচ ও মডেলিংয়েও ব্যস্ত হয়ে পড়েন। সিটিসেল, বিডি গুঁড়া মসলা, ইউরো লেমন, বাংলালিংকসহ বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে তারকাখ্যাতি পান। ২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বল না তুমি আমার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে বড় পর্দার দর্শকের মধ্যেও সাড়া ফেলেন শখ।