দর্পণ ডেস্ক : গত বছর থেকে বলিউডে সানাই বাজা শুরু হয়েছে। সেই সানাই এখনই থামছে না। এক বছরের মধ্যে আরও বেশ কিছু অভিনেত্রীর হাত ভরে উঠবে মেহেন্দিতে। শোনা যাচ্ছে, এবার কনে হতে চলেছেন শ্রদ্ধা কাপুর।

পাত্র হলেন রোহন শ্রেষ্ঠা। রোহনের সঙ্গে জমিয়ে প্রেম করার পর তাকেই নিজের জীবন সঙ্গী বেছে নিলেন শ্রদ্ধা। রোহন একজন পেশাদার ফটোগ্রাফার। তার তোলা ছবি বহুবার আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছে। তার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন শ্রদ্ধা। জানা গেছে, ২০২০ সালে দু’জনে বিয়ে করবেন।

শ্রদ্ধার বাড়ি থেকেও ইদানীং বিয়ে করা নিয়ে চাপ দিচ্ছিল। কারণ শ্রদ্ধার বয়স এখনই ৩২। ৩৩ এ বিয়ে করবেন এ নায়িকা। নায়িকা নিজেও বিষয়টি নিয়ে রোহনের সঙ্গে কথা বলেন। এরপর শ্রদ্ধা ও রোহনের বিয়ে নিয়ে উঠে পড়ে লাগে অভিনেত্রীর বাড়ির লোকজন। শ্রদ্ধার সঙ্গে বহুদিনের পরিচয় রোহনের। রোহন নিজে এক পত্রিকাকে জানান, একটি পার্টিতে শ্রদ্ধার সঙ্গে আমার আলাপ হয়। প্রথম আলাপে খুব মিষ্টি লাগে। তারপর নয় বছরে একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে উঠি। কিন্তু তখনও শ্রদ্ধাকে ডেট করতাম না। ওকে ভালো বন্ধু হিসাবে পেতে চেয়েছিলাম।