দর্পণ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর হার্টে ব্লক ধরা পড়েছে।

হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের চিকিৎসক অধ্যাপক আলী আহসান জানান, ‘আজ (রোববার) সকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ওবায়দুল কাদের। সঙ্গে সঙ্গে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে যাওয়া হয় এবং এনজিওগ্রাম করা হয়। তাঁর হার্টে ব্লক ধরা পড়েছে। এখন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একটু স্বাভাবিক। তবে ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন।’

পরে হাসপাতালের ভিসি কনক কান্তি বড়ুয়া এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, ‘রক্তনালিতে একটা ব্লক পাওয়া গিয়েছিল, হার্ট অ্যাটাক যার জন্য হলো, সেটা সরিয়ে দেওয়া হয়েছে। যদি অপারেশনের প্রয়োজন হয়, তাহলে সেটা ২৪ ঘণ্টা পর জানা যাবে। এর সব ধরনের প্রস্তুতিও রয়েছে।’
এদিকে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অসুস্থ। তার হার্টে ব্লক ধরা পড়েছে। তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়া হচ্ছে। তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আজ (রোববার) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সেতুমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নিয়ে বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

হাছান মাহমুদ আরও বলেন, ‌‘তার শারীরিক অবস্থা কী অবস্থায় আছে এই নিয়ে আমি বলতে চাই না। এ নিয়ে ডাক্তাররাই বলবেন। তবে দলের পক্ষ থেকে আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করছি। আমরা আশা করছি, তাকে সহসা সিঙ্গাপুর নিয়ে যেতে পারব।’

অন্যদিকে, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ওবায়দুল কাদেরের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, অযথাই যেন ভিড় করে ওবায়দুল কাদেরের চিকিৎসায় ব্যাঘাত ঘটানো না হয়। যদি তাঁর স্বাস্থ্যের ব্যাপারে কোনো কিছু জানার দরকার হয়, তাহলে যেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেন।

ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করেই মন্ত্রীর শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীরে পরীক্ষা-নীরিক্ষা করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এরপর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হয়। তার হার্টে ব্লক ধরা পড়ে।