দর্পণ ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের হান্দওয়াড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৫ জওয়ানসহ নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। ওই ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।

উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার বাবাগান্ড হান্দওয়াড়াতে গত (বৃহস্পতিবার) রাত থেকে শুরু হওয়া উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

আজ (রোববার) সকালে আহত আরো এক জওয়ানের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছে। নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনী সিআরপিএফের তিন জওয়ান ও দুই পুলিশ সদস্য রয়েছেন। ভয়াবহ ওই সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এছাড়া এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের বিশেষ বাহিনী যৌথভাবে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করলে উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়।

এদিকে, গতকাল (শনিবার) সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত জম্মু বিভাগে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন।

অন্যদিকে, জম্মু-কাশ্মির প্রশাসনের পক্ষ থেকে পুঞ্চ ও রাজৌরি জেলায় অতিরিক্ত চারশ’ পৃথক বাঙ্কার নির্মাণ অনুমোদন করেছে। সরকারি এক মুখপাত্র বলেন, সীমান্তের ওপার থেকে গোলাগুলি বর্ষণের জেরে সরকার পুঞ্চ ও রাজৌরিতে দুইশ’ করে মোট চারশ’ বাঙ্কার নির্মাণ অনুমোদন করেছে। আগামী এক মাসের মধ্যেই এসব বাঙ্কার নির্মাণ শেষ হবে বলেও তিনি জানিয়েছেন।